মির্জ্জা আজিজুল ইসলাম - December 23, 2024
মির্জ্জা আজিজুল ইসলাম - পুরো নাম ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম। বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং শেয়ারবাজার বিশেষজ্ঞ। ২০০৭-০৮ সালের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। জন্ম ১৯৪১ সালের ২৩ ফেব্রুয়ারি পাবনার সুজানগরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। এরপর যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতেও স্নাতকোত্তর করেন। পিএইচ-ডি করেন যুক্তরাষ্ট্রেরই বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবন শুরু করেন ১৯৬২ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে। ১৯৬৪ সালে যোগ দেন সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি)। ১৯৮২ সালে জাতিসংঘে যোগ দেন তিনি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন। ২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ছিলেন। বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর তিনি।