মা দিবস - January 22, 2025
মা দিবসের সূচনা হয় ১৯০৮ সালে। প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবসের পালন করা হলেও আধুনিক কালে এর প্রবর্তন করেন অ্যানা জার্ভিস নামে এক মার্কিন নারী। মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস হিসেবে পালন করা হয়। দিনটি শুধুই মায়েদের। মা দিবসে মাকে নানারকম উপহার দিতে পারেন।