বাংলাদেশ - January 20, 2025
বাংলাদেশ - সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’। ভূ-রাজনৈতিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চলজুড়ে বাংলাদেশ ভূখণ্ড। নদীমাতৃক দেশটির ভূখণ্ডের ওপর দিয়ে বয়ে গেছে ৫৭টি আন্তর্জাতিক নদী। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ‘সুন্দরবন’ এবং দীর্ঘতম প্রাকৃতিক সৈকত ‘কক্সবাজার সমুদ্র সৈকত’ বাংলাদেশে অবস্থিত। জনসংখ্যায় বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ বাংলাদেশ, যদিও আয়তনে বিশ্বে ৯২তম। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশের অগ্রগতি উদাহরণ দেওয়ার মতোই। অর্থনীতি ও আর্থসামাজিক বেশির ভাগ সূচকে বাংলাদেশ ছাড়িয়ে গেছে দক্ষিণ এশিয়াকে। বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ও বিমসটেক-এর প্রতিষ্ঠাতা সদস্য। দেশটি জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব শুল্ক সংস্থা, কমনওয়েলথ অফ নেশনস, উন্নয়নশীল আটটি দেশ, জোট-নিরপেক্ষ আন্দোলন, ওআইসি প্রভৃতি আন্তর্জাতিক সংঘের সক্রিয় সদস্য। ‘বাংলাদেশ’ সম্পর্কিত সর্বশেষ সব খবর, প্রতিবেদন, ছবি ও ভিডিও পেতে চোখ রাখুন ঢাকা পোস্ট-এ।