বন্দুকযুদ্ধ - November 22, 2024
বন্দুকযুদ্ধ - ইংরেজি শব্দ ক্রসফায়ার। অন্যভাবে এটিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেও উল্লেখ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য অনুযায়ী, অপরাধ নির্মূলে পরিচালিত অভিযানে ‘কুখ্যাত অপরাধী’ বা ‘অপরাধী সন্দেহভাজন’ বা ‘অপরাধীগণ্য’ ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট বাহিনী আক্রান্ত হলে জীবন বাঁচানোর তাগিদে পাল্টা জবাব হিসেবে সংঘটিত যুদ্ধই বন্দুকযুদ্ধ। ফলে উভয়পক্ষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠনগুলো এমন হত্যাকাণ্ড বন্ধের উদ্দেশ্যে উচ্চ আদালতের শরণাপন্ন হন। মহামান্য আদালত এ বিষয়ে রুলও জারি করেন। ‘বন্দুকযুদ্ধ’ সম্পর্কিত সর্বশেষ সব খবর, প্রতিবেদন, ছবি ও ভিডিও পেতে চোখ রাখুন ঢাকা পোস্ট-এ।