নুসরাত জাহান - December 22, 2024
নুসরাত জাহান (Nusrat Jahan) (জন্ম ৮ জানুয়ারি, ১৯৯০)। বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। তার মাও একজন অভিনেত্রী ছিলেন। বর্তমানে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট থেকে বিজয়ী একজন সংসদ সদস্য। তার প্রথম অভিনীত চলচ্চিত্র রাজ চক্রবর্তীর পরিচালনায় শত্রু। এই চলচ্চিত্রে তিনি জিতের বিপরীতে অভিনয় করেন। এই ছবিটি এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। এরপর তিনি খোকা 8২০, খিলাড়ি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি ছবিই এসকে মুভিজের ব্যানারে মুক্তি পায়। ২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা প্রতিযোগীতায় বিজয়ী হন তিনি। তার একটি পুত্র সন্তান রয়েছে।