দীপু মনি
দীপু মনি - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নারী শিক্ষামন্ত্রী। ডা. দীপু মনি চাঁদপুর-৩ আসন থেকে চারবারের নির্বাচিত এমপি ছিলেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি (২০১৪-২০১৮) ও মানবাধিকার বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি (২০১৪-২০১৮) ছিলেন। তিনি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী (২০০৯-২০১৩) হিসেবেও দায়িত্ব পালন করেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়ে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ‘দীপু মনি’ সম্পর্কিত সর্বশেষ সব খবর, ছবি, অডিও ও ভিডিও পেতে চোখ রাখুন ঢাকা পোস্ট-এ।