ডিএনসিসি - January 21, 2025
ঢাকা উত্তর সিটি করপোরেশন, সংক্ষেপে ডিএনসিসি। রাজধানী ঢাকার উত্তরাঞ্চল পরিচালনার জন্য নিয়োজিত স্থানীয় সরকার সংস্থা। এটি বাংলাদেশের একটি নগরপ্রশাসন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সার্বিকভাবে ঢাকা শহরের উত্তর ভাগ পরিচালনের দায়িত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওপর।
১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা মিউনিসিপ্যালিটির সৃষ্টি হয়। তৎকালীন ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট মি. স্কিনার পদাধিকারবলে ঢাকার চেয়ারম্যান নিযুক্ত হন। ১৮৮৫ সালে সর্বপ্রথম নির্বাচিত চেয়ারম্যান হন আনন্দ চন্দ্র রায়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর হতে সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিই চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৭ সালের পৌরসভা অধ্যাদেশ জারি হবার পর চেয়ারম্যানের সঙ্গে সঙ্গে ওয়ার্ড কমিশনার নির্বাচিত হবার পদ্ধতি চালু হয়। ওই অধ্যাদেশ বলে ১৯৭৮ সালে ঢাকা মিউনিসিপ্যালিটি ঢাকা সিটি করপোরেশনে পরিবর্তিত হয়।
২০১১ সালের ১৯ নভেম্বর জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধনী) বিল পাসের মাধ্যমে ঢাকা সিটি করপোরেশন বিলুপ্ত হয়। ফলে ঢাকা সিটি করপোরেশন বিভক্ত করে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নামে স্বতন্ত্র দুটি করপোরেশন গঠন করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩৬টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫৬টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অবস্থান ও আয়তন :
২৩.৪৪° থেকে ২৩.৫৪° উত্তর অক্ষাংশ এবং ৯০.২০° থেকে ৯০.২৮° পূর্ব দ্রাঘিমাংশ। আয়তন প্রায় ১৯৬.২২বর্গ কিলোমিটার।
মেয়র : আতিকুল ইসলাম
ওয়েবসাইট : www.dncc.gov.bd