কালের কণ্ঠ - January 20, 2025
কালের কণ্ঠ - দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষে ২০১০ সালের ১০ জানুয়ারি পত্রিকাটি প্রকাশিত হয়। তখন এর সম্পাদক ছিলেন প্রখ্যাত সাংবাদিক আবেদ খান। ‘আংশিক নয় পুরো সত্য’ স্লোগানে কালের কণ্ঠের নিয়মিত আয়োজনে রয়েছে- খবর, শিল্প বাণিজ্য, খেলা, পড়ালেখা, সম্পাদকীয়, মুক্তধারা, দেশে দেশে, প্রিয় দেশ। এছাড়া রয়েছে ফিচারপাতা। ফিচারপাতা মধ্যে ঘোড়ার ডিম, রঙের মেলা, শিলালিপি বিশেষ জনপ্রিয়। বর্তমানে কালের কণ্ঠের প্রচারসংখ্যা আড়াই লাখের বেশি। ছাপা পত্রিকার পাশাপাশি এর রয়েছে অনলাইন সংস্করণও। kalerkantho.com এই ঠিকানায় পত্রিকাটির অনলাইন সংস্করণে ভিজিট করা যাবে।