অপরাধ - January 15, 2025
অপরাধ (Crime) - আইনবিরোধী কোনো কাজই অপরাধ। সাধারণ ধারণা অনুযায়ী, কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি বা সমাজের সমস্যা সৃষ্টির উদ্দেশ্যে যেসব কাজ করেন তা-ই অপরাধ। অপরাধ গুরুতর কিংবা লঘু— উভয় ধরনের হতে পারে। অপরাধের কারণে দায়ী ব্যক্তিকে অর্থদণ্ড অথবা হাজতবাস বা উভয় দণ্ড কিংবা ক্ষেত্রবিশেষ মৃত্যুদণ্ডও প্রদান করা হয়। ‘অপরাধ‘ সম্পর্কিত সর্বশেষ সব খবর এবং অডিও-ভিডিও পেতে চোখ রাখুন ঢাকা পোস্ট-এ।