শীত - December 22, 2024
শীত - বাংলা সনের পঞ্চম ঋতু। পৌষ ও মাঘ মাস মিলে শীতকাল। শীতকাল প্রধানত শুষ্ক এবং দিনের তুলনায় রাত হয় দীর্ঘ। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ১১° সেলসিয়াস থেকে শুরু করে উপকূলীয় অঞ্চলে ২০°-২১° সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বজায় থাকে। এ সময় বৃষ্টিপাতের পরিমাণ নগণ্য৷ তাপমাত্রা নেমে আসে। দেশের বিভিন্ন স্থানে দেখা দেয় শৈতপ্রবাহ। শীতজনিত বিভিন্ন রোগে কাহিল হয়ে পড়েন বয়স্ক ও শিশুরা। তবে এ সময় খেজুরের রস আর হেমন্তের নতুন চালের গুঁড়ো দিয়ে বিভিন্ন ধরনের পিঠা-পায়েস শীতের রুক্ষতা কিছুটা কমিয়ে দেয়। ‘শীত’ সম্পর্কিত সর্বশেষ সব তথ্য ও খবর এবং এ সংক্রান্ত ছবি ও ভিডিও পেতে চোখ রাখুন ঢাকা পোস্ট-এ।