মামলা - December 23, 2024
মামলা - কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান বা সংস্থা কর্তৃক ক্ষতিগ্রস্ত হলে দেশের প্রচলিত আইনে মামলা করতে পারেন। সাধারণের বিচার চাওয়া ও বিচার পাওয়া সাংবিধানিক অধিকার। বিচার চাওয়ার কিছু প্রক্রিয়াও আছে। যেমন- ফৌজদারি ও দেওয়ানি মামলা। ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস থানায় অথবা আদালতে; উভয় স্থানে দায়ের করা যায়। দেওয়ানি মামলা বা সিভিল কেস আদালতে দায়ের করা হয়। ‘মামলা’ সম্পর্কিত সর্বশেষ সব খবর এবং অডিও-ভিডিও পেতে চোখ রাখুন ঢাকা পোস্ট-এ।
লোড হচ্ছে ...