পাসপোর্ট - November 3, 2024
পাসপোর্ট - বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে জারি করা পরিচয়পত্র। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যে দেশ সমস্ত যোগ্য নাগরিকের জন্য ই-পাসপোর্ট ইস্যু করেছে। ইসরায়েল ব্যতীত পৃথিবীর যেকোনো দেশে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারযোগ্য। বাংলাদেশ সরকার তিন ধরনের পাসপোর্ট ইস্যু করে। এর মধ্যে একটি লাল মলাট যা কূটনৈতিক পাসপোর্ট; নীল মলাট যা দাপ্তরিক পাসপোর্ট; এবং সবুজ মলাট যা নিয়মিত বা সাধারণ পাসপোর্ট। পাসপোর্টের পৃষ্ঠা নম্বর দ্বিভাষিক- বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা হয়। ‘পাসপোর্ট’ সম্পর্কিত সর্বশেষ সব খবর, প্রতিবেদন, ছবি ও ভিডিও পেতে চোখ রাখুন ঢাকা পোস্ট-এ।