দূষণ - December 22, 2024
দূষণ - জীবের জীবনধারণ ক্ষতিগ্রস্ত করে এমন ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের অবাঞ্ছিত পরিবর্তন-কে দূষণ বলে। বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ ও মৃত্তিকা দূষণ এর মধ্যে অন্যতম। দূষণ মানবস্বাস্থ্যের ওপর প্রভূত ক্ষতিকর প্রভাব ফেলে। গুরুতর দূষণের উৎস হলো- কেমিক্যাল প্লান্ট, তৈল শোধনাগার, পরমাণুবর্জ্য, দৈনন্দিন জঞ্জাল-আবর্জনার স্তূপ, পিভিসি কারখানা, দহন-চুল্লি, গাড়ির কারখানা, প্লাস্টিকের কারখানা, পশুপালনের বড় খামার যেখানে প্রচুর পরিমাণ পশুবর্জ্য নির্গত হয়। ‘দূষণ’ সম্পর্কিত সর্বশেষ সব খবর, ছবি, অডিও ও ভিডিও পেতে চোখ রাখুন ঢাকা পোস্ট-এ।