কারাগার - December 26, 2024
কারাগার - লাল দালান হিসেবে খ্যাত বন্দিদের আটক বা আবদ্ধ রাখার স্থান। বন্দিদের আটক বা আবদ্ধ রাখার জন্য সাধারণ বা বিশেষ সরকারি নির্দেশে স্থায়ী বা সাময়িকভাবে ব্যবহৃত অবকাঠামো হলো কারাগার বা জেলখানা। বাংলাদেশে তিন ধরনের কারাগার রয়েছে- কেন্দ্রীয় কারাগার, জেলা কারাগার ও বিশেষ কারাগার। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা অধিদপ্তর। অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন ব্রিগেডিয়ার জেনারেল কারা অধিদপ্তরের মহাপরিদর্শক হন। ‘কারাগার’ সম্পর্কিত সর্বশেষ সব খবর, প্রতিবেদন, ছবি ও ভিডিও পেতে চোখ রাখুন ঢাকা পোস্ট-এ।