অধিনায়ক রোহিতই বাদ পড়তে পারেন শেষ টেস্টে!
ভারতের বিপক্ষে চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বাকি আর একটি ম্যাচ, কিন্তু আগের ম্যাচ হেরেই ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা অনেকটাই কঠিন হয়ে গেছে। পঞ্চম ও শেষ টেস্টে আগামীকাল (শুক্রবার) মুখোমুখি হবে দুই দল। যেখানে স্বয়ং সফরকারী অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অফফর্মে থাকা এই ক্রিকেটার বাদ পড়তে পারেন সিডনি টেস্টে!
ভারতীয় অধিনায়ককে নিয়ে এই সংশয় তৈরি হয়েছে মূলত কোচ গৌতম গম্ভীরের মন্তব্যে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি সফরকারী দলের প্রতিনিধি হয়ে হাজির হন। এ সময় রোহিত কেন সংবাদ সম্মেলনে এলেন না এবং আসন্ন টেস্টে তার খেলা নিয়ে প্রশ্ন করা হলে গম্ভীর বলেন, ‘প্রধান কোচ এসেছে, এটাই যথেষ্ট হওয়ার কথা। রোহিত ঠিক আছে। (রোহিতের খেলা প্রসঙ্গে) আমরা কাল উইকেট দেখে একাদশ চূড়ান্ত করব।’
এর আগে ব্রিসবেনে তৃতীয় টেস্টের আগেও সংবাদ সম্মেলনে ছিলেন না রোহিত। সেই সময় ভারতের প্রতিনিধি হয়ে আসা শুভমান গিলের ব্যাখ্যা অবশ্য তেমন আলোচনার সুযোগ দেয়নি। ঐচ্ছিক অনুশীলন থাকায় সেদিন মাঠে আসেননি রোহিত, ফলে সংবাদ সম্মেলনেও ভিন্ন মুখ। তবে সিডনি টেস্টের আগে ঠিক আগের সেই পরিস্থিতি নেই, কারণ সিরিজ ড্র করতে হলে এই ম্যাচে জিততেই হবে ভারতকে। যদিও আজও ছিল ভারতের ঐচ্ছিক অনুশীলন, সে কারণে অফফর্মে থাকা রোহিত এদিন দেরিতে আসেন। তবে তার বাকি সতীর্থরা নাকি সময়মতোই আসেন অনুশীলনে!
— Star Sports (@StarSportsIndia) January 2, 2025
ঘরের মাঠের সর্বশেষ নিউজিল্যান্ড এবং চলমান অস্ট্রেলিয়া সিরিজেও ফর্ম খুঁজে ফিরছেন রোহিত। সর্বশেষ ৯ টেস্টে তিনি মাত্র ১০.৯৩ গড়ে রান করেছেন। চলমান সিরিজের তিন ম্যাচে তার রানের গড় (৬.২) আরও কম। এদিকে, শেষ টেস্টে রোহিতের জায়গায় নতুন কাউকেই দেখা যাওয়ার গুঞ্জন রয়েছে। আগের টেস্টে না খেলা শুভমান গিল এবং এখন পর্যন্ত সিরিজে সুযোগ না পাওয়া ধ্রুব জুরেল ছিলেন আজকের অনুশীলনে। আর রোহিত না খেললে প্রথম টেস্টের মতো শেষটিতেও ভারতের অধিনায়কত্বে দেখা যেতে পারে জাসপ্রিত বুমরাহকে।
এর আগে মেলবোর্ন টেস্টে হারের পর ভারতের ড্রেসিংরুমে বিরোধের গুঞ্জন ওঠে। যা নিয়ে গম্ভীর জানিয়েছেন, ‘এগুলো স্রেফ গুঞ্জন, সত্য না। খেলোয়াড়দের এবং কোচদের মধ্যে বিতর্ক ড্রেসিংরুমেই থাকা উচিৎ। কড়া কথাবার্তা হয়েছে। এর বাইরে সবকিছু নিয়ন্ত্রণেই আছে। ৪০-৪৫ দিন আগে কেউ যদি বলতেন, আমরা সিডনিতে সিরিজ ড্র করার মতো অবস্থানে থাকব, সেই অবস্থানে থাকতে পারাটা আসলে ভালোই।’
আরও পড়ুন
প্রসঙ্গত, পার্থ টেস্টে জয় নিয়ে এই সিরিজ শুরু করেছিল ভারত। এরপর অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্টে জিতেছে অস্ট্রেলিয়া। মাঝে তৃতীয় টেস্টে ব্রিসবেনেও দাপট ছিল স্বাগতিকদের, তবে বৃষ্টির কল্যাণে সেই ম্যাচটি ড্র হয়ে যায়। ফলে চার টেস্ট শেষে অজিদেরই দাপট ২-১ স্কোরলাইনে। শেষ টেস্টে সিডনিতে জয়ের জন্য মরিয়া থাকবে রোহিত-গম্ভীরের দল। বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে।
এএইচএস