শরফুদ্দৌলা সৈকতকে সমর্থন দিয়ে যা বললেন স্নিকো আবিষ্কারক
স্নিকো মিটারে পরিবর্তন আসেনি, তাই জয়সওয়ালকে আউট দেয়া উচিত ছিল না বাংলাদেশি আম্পায়ারের– এমন এক বক্তব্যে বিগত কয়েকদিন ধরেই ক্রিকেট দুনিয়া ব্যস্ত রেখেছেন ভারতের গণমাধ্যম, ক্রিকেট সমর্থক থেকে শুরু করে সাবেকদের অনেকেই। আবার অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের বড় একটা অংশ দাবি করেন সৈকতই ঠিক ছিলেন। আউট হয়েছিলেন ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়াল।
বিভিন্ন কথার পর এবারে পাওয়া গেল স্বয়ং স্নিকো পদ্ধতির আবিষ্কারক সংস্থার বক্তব্য। ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসে কয়েক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে ব্যাটে বা প্যাডে বল লেগেছে কি না, তা বুঝতে রিয়েল টাইম স্নিকো (আরটিএস) বা আল্ট্রা এজ এবং হট স্পটের সাহায্য নেওয়া হয়।
স্নিকো মূলত শব্দকেন্দ্রিক ফল দেয়। বল যতটা জোরে বা তীব্রতার সঙ্গে ব্যাট বা প্যাড স্পর্শ করে, তরঙ্গ চিহ্ন ততটাই স্পষ্ট ফুটে ওঠে। হটস্পটে ফুটে ওঠে বল ব্যাট বা প্যাডের ঠিক কোন জায়গায় কতটুকু স্পর্শ করেছে।
স্নিকো প্রযুক্তির উদ্ভাবক বিবিজি স্পোর্টসের প্রতিষ্ঠাতা ওয়ারেন ব্রেনান যেন একেবারে দায়মুক্তি দিলেন শরফুদ্দৌলা সৈকতকে। নিজ প্রতিষ্ঠানের প্রযুক্তিপ্রধানেরও দায়িত্বে থাকা ব্রেনান কোড স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন বিতর্কিত এই আউট নিয়ে।
সেখানে তিনি বলেছেন, স্নিকো হালকা স্পর্শ বা আলত আঘাতের বিষয়টি সব সময় ধরতে পারে না, ‘(জয়সোয়ালের) এই শটটাও তেমনই একটা শট, যেটায় কোনো শব্দ হয়নি। স্নিকোও তা–ই কোনো শব্দ (তরঙ্গ চিহ্ন) দেখায়নি। আমি অডিও পরিচালকের সঙ্গে কথা বলেছি। তিনিও বলেছেন কোনো শব্দ হয়নি। সম্ভবত হট স্পটই এ ক্ষেত্রে সমাধান দিতে পারত।’
আরও পড়ুন
উল্লেখ্য, হট-স্পট নিয়ে একাধিক বিতর্কের পর ২০১৩ সালের অ্যাশেজ পরবর্তী সময়ে আর কখনই দেখা যায়নি এই প্রযুক্তি। স্নিকোতেই তাই ভরসা রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু জয়সওয়ালের আউটে প্রযুক্তির তোয়াক্কা না করেই চোখের দেখায় বলের দিক পরিবর্তন অনুযায়ী জয়সওয়ালকে আউট দেন আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত।
৮৪ রান করা জয়সোয়ালের আউটের পর ভারতের দ্বিতীয় ইনিংস বেশিক্ষণ টেকেনি। ১৮৪ রানে ম্যাচ হেরে সিরিজে ২–১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। এর পেছনেও দায় দেয়া হচ্ছে বাংলাদেশি আম্পায়ারকে। ভারতীয় গণমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। তবে স্নিকো কর্তৃপক্ষের এই বক্তব্য নিশ্চিতভাবেই থামিয়ে দেবে সব বিতর্ক।
পাঁচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ শুরু হবে শুক্রবার সিডনিতে।
জেএ