রাষ্ট্রীয় আমন্ত্রণে মরক্কোয় যাচ্ছেন কারী আহমাদ বিন ইউসুফ
বাদশাহর আমন্ত্রণে মরক্কো যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি ও মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।
মরক্কোর বাদশাহ মুহাম্মাদ (ষষ্ঠ)-এর দাওয়াতে ৭ম বারের মতো দেশটির রাজপ্রাসাদে পবিত্র কোরআন তিলাওয়াতের জন্য আমন্ত্রিত হয়েছেন তিনি।
আগামীকাল রোববার (০২ এপ্রিল) মরক্কোর রাজধানী রাবাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। এ অনুষ্ঠানে রাজদরবারের সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের মন্ত্রীবর্গ, রাষ্ট্রদূত, বিভিন্ন বাহিনীর প্রধান সহ সরকারী উচ্চপদস্থ কর্মকর্তাগন উপস্থিত থাকবেন।
২০১৪ সাল থেকে তিনি প্রতি বছর রমজান মাসে মরক্কোর বাদশাহের অতিথি হয়ে মরক্কো সফর করেন। করোনা মহামারীর কারণে গত তিন বছর বন্ধ থাকার পর এ বছর রমজানে রাজপ্রাসাদে পুনরায় শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক এ অনুষ্ঠান।
কারী আহমাদ ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতের রুপকার এবং ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কারী মুহাম্মাদ ইউসুফ রহ.- এর জ্যোষ্ঠ পুত্র।