কনস্যুলেট জেনারেল দুবাইয়ে এনআইডির নিবন্ধন বন্ধ
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটির কারণে সোমবার (৬ জানুয়ারি) থেকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাইয়ে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন
এদিন কনস্যুলেট জেনারেল এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের কেন্দ্রীয় সার্ভারে কারিগরি ত্রুটিজনিত কারণে ৬ জানুয়ারি ২০২৫ হতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাইয়ে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। নিবন্ধন কার্যক্রম চালু হলে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।
সেবা প্রার্থীদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছে কনস্যুলেট জেনারেল।
এনআই/এআইএস