তামিম ইকবালকে দেখতে হাসপাতালে গেলেন তারেক রহমানের প্রতিনিধি দল

ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে একটি প্রতিনিধি দল। তারা চিকিৎসাধীন এই ক্রিকেটারের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেন।
বিজ্ঞাপন
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের অন্যতম সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গত মঙ্গলবার (২৫ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ক্রিকেটার তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিতে যান প্রতিনিধি দল। সেখানে তাকে তারেক রহমানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন— তামিম ইকবালের মা এবং ক্রিকেটার আকরাম হোসেন।
তারেক রহমানের প্রতিনিধি দলে ছিলেন, মেহেদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ডা. আমান উল্লাহ আমান, তারেক রহমানের মামাতো ভাই অভিক এসকান্দার।
বিজ্ঞাপন
বিএনপির পক্ষ থেকে তামিম ইকবালের সুস্থতার জন্য নয়া পল্টনে দোয়ার আয়োজন করা হয় বলে জানিয়েছেন শামসুদ্দিন দিদার।
এএইচআর/এআইএস