রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য চায় ইনসানিয়াত বিপ্লব
রাষ্ট্রের সর্বস্তরে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণে রাষ্ট্র যেন মুক্ত থাকে সেই লক্ষ্যে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ সংস্কারের জন্য ১৮টি সংস্কার প্রস্তাব করেছে রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাব পেশ করেন দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
পরে সাংবাদিকদের তিনি বলেন, দেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সংস্কারের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক দল হতে হলে কোনো একক ধর্ম, একক জাতীয়তাবাদ ও একক মতবাদ থাকা যাবে না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়নে জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের দাবিও জানান তিনি।
আরও পড়ুন
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, সব বস্তুর ঊর্ধ্বে মানবসত্তা ও অখণ্ড মানব জাতীয়তার বিপরীতে ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, বর্ণ, লিঙ্গ, শ্রেণি, পেশা, বর্ডার ইত্যাদি ভিত্তিক বস্তুবাদী চেতনা ভিত্তিক জাতীয়তাবাদী বিভেদ বৈষম্য ভিত্তিক একক গোষ্ঠীবাদী রাজনীতির মাধ্যমে। তাই আমরা দৃঢ়ভাবে উপলব্ধি করি যে রাষ্ট্রের মালিক একক গোষ্ঠী নয়। জীবন ও জগতের দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান রাসুল প্রদত্তভাবে প্রতিটি মানুষ তার নিজ জীবনের মালিক এবং রাষ্ট্রের মালিক সকল জনগণ। সাংবিধানিকভাবে একক গোষ্ঠীবাদী রাজনীতি দূর না করে, রাষ্ট্র সবার।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রাহবারসহ প্রেসিডিয়াম সদস্য ও সম্পাদকমণ্ডলীর সদস্যরা।
এমএইচএন/এসএসএইচ