স্টেশনে ভাসমান মানুষদের টিকা দেবে ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বসবাসরতদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন কার্ড নেই এমন ভাসমান মানুষদের করোনার টিকা দেবে ডিএনসিসি।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর বিমানবন্দর স্টেশনে এসব মানুষকে টিকা প্রদানের মাধ্যমে এ কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা পিয়াল হাসান।
তিনি বলেন, ভাসমান জনগোষ্ঠীকে করোনাভাইরাসের টিকা প্রদানের জন্য বুধবার সকাল থেকে বিমানবন্দর রেলস্টেশনে এ কার্যক্রম পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। মূলত ঢাকা উত্তর সিটি করপোরেশনে বসবাসরত যেসব জনগোষ্ঠীর কোনো প্রকার পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নেই তাদের এই কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হবে।
এএসএস/এসকেডি