আমিরাত ও কাতারে যাওয়ার পথে ১৮০ বাংলাদেশি অসুস্থ
বিমানযোগে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ১২০ এবং কাতারে যাওয়ার পথে ৬০ জন বাংলাদেশি কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বুধবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। গ্যাস হাইড্রেট এবং সামুদ্রিক জেনেটিক সম্পদের ওপর গবেষণার ফল নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, আকাশপথে আরব আমিরাতে যাওয়ার সময় ১২০ জন ও কাতারে যাওয়ার সময় ৬০ জন বাংলাদেশি কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তবে যে পরিমাণ কর্মী দেশ দুটিতে যাচ্ছেন, সে তুলনায় এ সংখ্যা খুব বড় নয়। আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি দেশে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। এ নিয়ে দেশগুলোর স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাওয়া শ্রমিকরা ডায়রিয়া, পেটে ব্যথা, বমি ও কলেরার মতো রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানা গেছে। বেশ কিছু শ্রমিক ফ্লাইটের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। শ্রমিকদের অসুস্থতায় বাংলাদেশসহ গন্তব্য দেশগুলোও উদ্বেগ জানিয়েছে।
এনআই/আরএইচ