বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা আজ
সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে।
শনিবার (১৮ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল বিকেল ৩টায় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে সার্বিক পরিস্থিতি সম্পর্কে কথা বলবেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
সবশেষ ১৯তম সভায় শেষে জানানো হয়েছিল কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের রুটে ২৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রম চালু হবে।
ওই সভা শেষে আরও জানানো হয়, মালিকরা কথা না রাখায় বিআরটিসির ৩০টি দ্বিতল বাসের মাধ্যমে এ রুটে কার্যক্রম শুরু হবে। তবে যারা প্রাইভেট বাস এই রুটে চালাতে চান, তাদের সুযোগ রয়েছে। এরপর বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমে ঘাটারচর থেকে মতিঝিল হয়ে কাঁচপুর পর্যন্ত প্রথম পরীক্ষামূলক রুটে আট ব্যক্তি ও প্রতিষ্ঠান ১৫৭টি বাস পরিচালনায় আগ্রহ দেখিয়েছে।
জানা গেছে, পরীক্ষামূলক এই রুটে ট্রান্স সিলভা ৩৮টি, ইকবাল এন্টারপ্রাইজ ২টি, এমএল লাভলি পরিবহন ৪টি, রজনীগন্ধা পরিবহন ১টি, মোস্তফা হেলাল কবির ৬টি, মোহাম্মদ ওলিউল্লাহ ১টি, জাহান এন্টারপ্রাইজ ১০০টি এবং এইচ আর ট্রান্সপোর্ট এজেন্সি ৫টি বাস পরিচালনার আগ্রহ দেখিয়েছে।
এএসএস/এমএইচএস