শেখ হাসিনার জন্য কেক-মিষ্টি এনেছেন রামনাথ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারতের রাষ্ট্রপতি ভবনে তৈরি করা মিষ্টি, কেক ও বিস্কিট নিয়ে এসেছেন দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। এসব উপহার বঙ্গবন্ধু কন্যাকে হস্তান্তর করেছেন কোবিন্দ।
বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতে ভারতের রাষ্ট্রপতি এসব উপহার হস্তান্তর করেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য দেশটির রাষ্ট্রপতি ভবনে তৈরি করা মিষ্টি, কেক ও বিস্কিট নিয়ে এসেছেন। এসব উপহার প্রধানমন্ত্রী গ্রহণ করেন।’
বাংলাদেশের আমের প্রশংসা ভারতের রাষ্ট্রপতির
চলতি বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ ঊর্ধ্বতন রাজনীতিবিদদের হাঁড়িভাঙা আম উপহার দেওয়া হয়। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকেও পাঠানো হয় হাঁড়িভাঙা আম। সেই আমের প্রশংসা করে পরবর্তীতে আরও আম উপহার চেয়েছেন ভারতের রাষ্ট্রপতি কোবিন্দ।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, ভারতের রাষ্ট্রপতি আরও বেশি বেশি আম পাঠাতে বলেছেন।
এনআই/এসকেডি