২৪৮ সদস্য নিয়ে শ্রীলঙ্কা-মালদ্বীপ সফরে নৌবাহিনীর জাহাজ
২৭ জন নৌ-কর্মকর্তাসহ ২৪৮ সদস্য নিয়ে শ্রীলংকা ও মালদ্বীপের উদ্দেশে যাত্রা করেছে নৌবাহিনীর জাহাজ আবু উবাইদাহ।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মোংলা নৌ জেটি থেকে যাত্রা শুরু করে জাহাজটি।
নৌবাহিনীর ঐতিহ্য ও রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। এ সময় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর আবদুল্লাহ্ আল মামুন চৌধুরীসহ স্থানীয় পদস্থ নৌ-কর্মকর্তারা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
এ সফরে নেতৃত্বে দিচ্ছেন বানৌজা আবু উবাইদাহ জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম আশরাফুজ্জামান। সফরটিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সু-সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ৫ জানুয়ারি দেশে ফিরবে।
আইএসএইচ