ডিএনসিসির ৫ দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
কিউলেক্স মশার হটস্পট চিহ্নিত করে পাঁচ দিনব্যাপী মশক নিধন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (২৯ নভেম্বর) ডিএনসিসির আওতাধীন হারম্যান মেইনার স্কুলের পাশের ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর ১৩ এলাকা থেকে এই বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, কিউলেক্স মশার হটস্পটগুলো ধ্বংসে বিশেষ মশক নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এই কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে।
তিনি বলেন, আজ থেকে শুরু করে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী কিউলেক্স মশার প্রজনন স্থল হিসেবে চিহ্নিত হটস্পটগুলো ধ্বংসের লক্ষ্যে এই বিশেষ মশক নিধন কর্মসূচিটি পরিচালিত হবে। ডিএনসিসির অন্যান্য অঞ্চলেও কর্মসূচিটি একযোগে পরিচালিত হবে।
এএসএস/এমএইচএস