টিকার জন্য দীর্ঘ অপেক্ষা
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে চলছে ৩ দিনের বিশেষ কোভিড ১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। প্রতিটি ওয়ার্ডের কেন্দ্রগুলোতে আজ দ্বিতীয় দিনের মত চলছে টিকা দেওয়ার কার্যক্রম। কেন্দ্রগুলোতে নারী পুরুষের আলাদা লাইনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা গেছে টিকা প্রত্যাশীদের।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২১ নম্বর ওয়ার্ডের একটি টিকা কেন্দ্র আলাতুনেচ্ছা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে স্কুল এবং পরীক্ষা চলমান থাকায় টিকা দেওয়ার কার্যক্রমটি সকালের পরিবর্তে বিকেল ৩টায় শুরু হয়েছে। যে কারণে টিকা পেতে নির্ধারিত সময়ের আগ থেকেই বিদ্যালয়টির প্রধান ফটকে নারীরা এবং পাশের পকেট গেটে পুরুষরা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন।
কেন্দ্রে টিকা নিতে আসা নাহার আক্তার বলেন, এই ওয়ার্ডে টিকা দেওয়ার মাইকিং করেছে। তাই আজ টিকা দিতে এসেছি। দেড় মাস আগে টিকা দেওয়ার জন্য নিবন্ধন করে দিয়েছিল আমার ছেলে। কিন্তু কোনো এসএমএস এখনও পাইনি। তাই টিকা দিচ্ছে শুনে টিকা কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়েছি। কিন্তু এত দীর্ঘ লাইন, এতে টিকা পাবো কিনা সেটা নিয়েই সংশয়ে আছি।
পুরুষের লাইনে টিকার জন্য অপেক্ষারত মকবুল হোসেন নামের একজন বলেন, আগে কোনো নিবন্ধন করিনি। জাতীয় পরিচয় পত্র নিয়ে সরাসরি এখানে এসেছি। শুনেছি এখানেই নিবন্ধন করে টিকা দেওয়া হবে। টিকা পেতে অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। গতকাল একবার টিকা না পেয়ে ঘুরে গেছি আজ আবার লাইনে দাঁড়িয়েছি। আজ পাবো কি না জানিনা।
কাউন্সিলর অফিসের পক্ষ থেকে টিকা কেন্দ্রটিতে দায়িত্ব পালন করা হাবিবুর রহমান নামের একজন স্বেচ্ছাসেবী বলেন, আমাদের এই কেন্দ্রে টিকা পেতে নারী পুরুষরা পৃথক লাইনে দাঁড়িয়েছে। ভিতরে আমাদের স্বেচ্ছাসেবীরা আছেন তারা নিবন্ধন করে দিচ্ছে। এছাড়া যারা আগেই নিবন্ধন করেছেন তাদেরও টিকা দেওয়া হচ্ছে। এ স্কুলের কেন্দ্রে ক্লাস, পরীক্ষা থাকায় বিকেল ৩টা থেকে টিকা দেওয়া শুরু হয়েছে।
জানা গেছে, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ওয়ার্ডগুলোতে গতকাল থেকে শুরু টিকা ক্যাম্পেইন আগামীকাল পর্যন্ত চলবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কোভিড ১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম দিনে গতকাল প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৯ হাজার ১৪২ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ডিএনসিসির আওতাধীন ৫৪টি ওয়ার্ডেই গতকাল টিকা দেওয়ার কার্যক্রম পরিচালিত হয়েছে। সবমিলিয়ে গতকাল ৫৪টি ওয়ার্ডের ৫৫ কেন্দ্রে ১৯ হাজার ১৪২ জনকে টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে পুরুষ ৯ হাজার ৪৬৩ জন এবং নারী ৯ হাজার ৬৭৯ জন।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, গতকাল ডিএসসিসির আওতাধীন ১০ টি অঞ্চলে কোভিড ১৯ বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আওতায় প্রথম দিনে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২৬ হাজার ১৬৬ জন। যার মধ্যে পুরুষ ১২ হাজার ৭৮৫ জন এবং নারী ১৩ হাজার ৩৮১ জন।
এএসএস/আইএসএইচ