ঢাকা-প্রাগের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে পারে ‘অর্থনৈতিক কূটনীতি’
অর্থনৈতিক কূটনীতি বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে অনুঘটক হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া।
শুক্রবার (১৯ নভেম্বর) জার্মানির বাংলাদেশ দূতাবাস জানায়, সম্প্রতি চেক প্রজাতন্ত্র সফরে দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী পাভেল জারোসের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন। বৈঠকে রাষ্ট্রদূত গুরুত্বের সঙ্গে এমন মত প্রকাশ করেন।
রাষ্ট্রদূত দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, শিক্ষাবিদ/গবেষক বিনিময়ের বিষয়ে জোর দেন।
চেক উপমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, নতুন সরকার গঠিত হলে পররাষ্ট্র, অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রীদের সঙ্গে বৈঠকের সুবিধার্থে তিনি বাংলাদেশ সরকারের অর্থনৈতিক কূটনীতির উদ্যোগকে টেকসই করতে ভূমিকা রাখবেন।
তিন দিনের সফরে রাষ্ট্রদূত চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ শহরে প্রাগ সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউটের (পিএসএসআই) অপারেশনস ডিরেক্টর বরিস ক্যালিস্কি এবং ইউরোপিয়ান ইনস্টিটিউট অব ইউরোপিয়ান পলিসির ডিরেক্টর জেডেনেক বেরানেকের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে যৌথ গবেষণার সম্ভাবনা, গবেষক বিনিময় এবং বাংলাদেশ-ইইউ’র চিন্তাবিদদের মধ্যে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত ইএলআই বিমলাইনসের প্রধান রোমান হাভেজদার সঙ্গেও সাক্ষাৎ করেন।
এনআই/এইচকে