সম্প্রীতি স্থাপনকারীদের পাশে রয়েছে যুক্তরাজ্য
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, বাংলাদেশে ও বিশ্বজুড়ে যারা ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতি স্থাপনের জন্য কাজ করেন যুক্তরাজ্য তাদের পাশে রয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) এক টুইট বার্তায় এ কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।
টুইটে হাইকমিশনার লিখেছেন, দুর্গাপূজা উদযাপনের সময় সাম্প্রতিক সহিংসতার শিকার মানুষের প্রতি আমার সমবেদনা। বাংলাদেশে ও বিশ্বজুড়ে যারা ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতি স্থাপনের জন্য কাজ করে যুক্তরাজ্য তাদের পাশে রয়েছে।
এর আগে, হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় বিবৃতি দেয় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসও। যুক্তরাষ্ট্র জানায়, কোনো ভয় ছাড়াই প্রত্যেকে যেন নিজ নিজ বিশ্বাসের ধর্মীয় আচার বা উৎসবে অংশ নিতে পারেন তা নিশ্চিতকরণে সবাইকে কাজ করতে হবে।
এনআই/এসকেডি