মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিযানে প্রায় ৫ লাখ টাকা জরিমানা
মশার বিস্তার রোধের পাশাপাশি এডিস-কিউলেক্স মশা নিয়ন্ত্রণের অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি মামলায় সর্বমোট ৪ লাখ ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) ডিএনসিসির বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়ে। অভিযানে ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় ১১ হাজার টাকা।
২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় ১০ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের তিনটি মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে।
এছাড়া ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের দুটি মামলায় ১ লাখ ৫ হাজার টাকা এবং ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের চারটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১১টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৪ লাখ ৮২ হাজার টাকা।
এএসএস/ওএফ