দেশের প্রথম ওয়ান স্টপ যক্ষ্মা সেবা কেন্দ্র চালু
রাজধানীর শ্যামলীতে অবস্থিত যক্ষ্মা (টিবি) হাসপাতালে দেশের প্রথম ওয়ান স্টপ যক্ষ্মা সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ডেপুটি মিশন ডিরেক্টর র্যান্ডি এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।
মার্কিন দূতাবাস জানায়, ইউএসএআইডির সহায়তায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ঢাকার শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট যক্ষ্মা (টিবি) হাসপাতালকে সর্বাধুনিক পরীক্ষা করার ব্যবস্থা ও যন্ত্রপাতি দ্বারা সজ্জিত করে দেশে যক্ষ্মা চিকিৎসার প্রধান কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। এছাড়াও ইউএসএআইডির অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি (যক্ষ্মা মোকাবিলায় জোট) প্রকল্পের অধীনে বিশেষজ্ঞ চিকিৎসকদের যক্ষ্মা রোগ পরীক্ষা ও নির্ণয় করা ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে, যক্ষ্মা রোগীদের চিকিৎসা নিতে অন্য কোথাও যাওয়ার আর প্রয়োজন হবে না এবং নির্ণীত রোগের ভিত্তিতে তাদের দ্রুত চিকিৎসা প্রদান করা যাবে।
ইউএসএআইডির সহায়তায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় আগামী কয়েক বছরে দেশে আরও চারটি ওয়ান স্টপ যক্ষ্মা (টিবি) সেবা কেন্দ্র চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দূতাবাস।
রাষ্ট্রদূত মিলার বলেন, যক্ষ্মা রোগের সঙ্গে যারা লড়াই করছেন তাদের জীবন রক্ষায় সাহায্য করতে পেরে আমরা আনন্দিত।
দূতাবাস জানায়, গত ১০ বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশে যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে এগিয়ে নিতে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। যক্ষ্মা রোগ শনাক্ত করা ও চিকিৎসার হার বাড়ানোর জন্য এবং যক্ষ্মা রোগীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার আওতায় আনার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৭২টি 'জিন-এক্সপার্ট র্যাপিড টিবি টেস্টিং' যন্ত্র অনুদান দিয়েছে।
এনআই/এসকেডি