ডিএনসিসির অভিযানে দেড় লাখ টাকা জরিমানা
এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০টি মামলায় ১ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।
আজ রোববার (২৯ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, আজ ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৬০ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী এবং মোহাম্মদ মামুন-উল-হাসান পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১০টি মামলায় আদায়কৃত জরিমানার পরিমাণ ১ লাখ ৪৮ হাজার টাকা।
এএসএস/এইচকে