ঢাকার দুই করপোরেশন এলাকার যেসব কেন্দ্রে দেওয়া হচ্ছে টিকা
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণটিকা কার্যক্রম গতিশীল করতে সারাদেশে শনিবার (৭ আগট) থেকে শুরু হয়েছে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। সিটি করপোরেশন, ইউনিয়ন-ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চলভেদে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ১২ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত।
শনিবার সকাল ৯টা থেকে সারাদেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, ১ হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে। ১২ আগস্ট পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫৪টি কেন্দ্রে এবং উত্তর দক্ষিণ করপোরেশন এলাকায় ৭৫টি ওয়ার্ডেই একযোগে এই টিকা কার্যক্রম চলবে।
দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, ১২ আগস্ট পর্যন্ত প্রতিটি ওয়ার্ডের (১টি করে কেন্দ্র) প্রতি কেন্দ্রে সর্বোচ্চ ৩৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে।
এদিকে শনিবার ডিএনসিসির বিভিন্ন কেন্দ্রে কোভিড-১৯ টিকাদান কেন্দ্র সরেজমিনে পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রেই বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১২ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। করোনা মহামারি থেকে রক্ষা পেতে প্রাপ্তবয়স্ক সবাইকেই সুশৃঙ্খলভাবে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করতে হবে।
এএসএস/জেডেএস