জলাবদ্ধতা নিরসনে বিশেষ সভা ডেকেছে ডিএনসিসি
জলাবদ্ধতা রাজধানীবাসীর কাছে তিক্ত এক অভিজ্ঞতা। সামান্য বৃষ্টি হলেই রাজধানীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর এই বিষয়ে নাগরিকদের অভিযোগেরও শেষ নেই। যে কারণে জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণে বিশেষ সভা ডেকেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে সভা প্রধান হিসবে উপস্থিত থাকবেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (২৮ জুন) বিকেলে গুলশান নগর ভবনে সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহম্মাদ তাজুল ইসলাম।
এদিকে বর্ষা মৌসুমে তাৎক্ষণিকভাবে জলাবদ্ধতা নিরসন, নাগরিক দুর্ভোগ লাঘব, জরুরি রাস্তা মেরামত, পানি নিষ্কাশন সমস্যা সামাধানের জন্য প্রতি ওয়ার্ডে ১০ লাখ টাকা করে থোক বরাদ্দ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
থোক বরাদ্দ ব্যয়ের ক্ষেত্রে আর্থিক বিধিবিধান নিশ্চিত করা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি ওয়ার্ডে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ডিএনসিসির সচিব মোহম্মাদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে ওয়ার্ড কাউন্সিলরকে সভাপতি, সংশ্লিষ্ট অঞ্চলের নির্বাহী প্রকৌশলীকে (পুর) সদস্য সচিব এবং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলরকে সহ-সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সংশ্লিষ্ট অঞ্চলের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, সংশ্লিষ্ট অঞ্চলের সহকারী প্রকৌশলীকে (বিদ্যুৎ) কমিটির সদস্য করা হয়েছে।
জানা গেছে, ব্যয় নিয়ন্ত্রণের সুবিধার্থে প্রতি ওয়ার্ডে ১০ লাখ টাকা থোক বরাদ্দের টাকা তিন কিস্তিতে অর্থ ছাড় করা হবে। প্রথম কিস্তিতে ৪ লাখ টাকা, দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে ৩ লাখ করে অর্থ ছাড় করা হবে।
এএসএস/জেডএস