পাঁচ মাসে ডিএনসিসির ৫ কর্মী চাকরিচ্যুত
সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গত সাড়ে ৫ মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ জন মাস্টাররোল কর্মীকে বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৪ জুন অফিস আদেশ মোতাবেক মাদকদ্রব্য বহনের দায়ে ডিএনসিসির পরিবহন বিভাগের মাস্টাররোল কর্মী (গাড়িচালক) মো. হোসেন মিয়াকে গত ৪ জুন থেকে চাকরিচ্যুত করা হয়। গত ২৩ মে এক অফিস আদেশ মোতাবেক দায়িত্ব পালনে অবহেলার দায়ে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ অঞ্চল ৫ এর দৈনিক মজুরিভিত্তিক ক্লিনার (পরিবহন বিভাগে কর্মরত) মো. ফরিদ হোসেন হাওলাদারকে চাকরিচ্যুত করা হয়। এছাড়া
গত ১৪ ফেব্রুয়ারি জেল হাজতে আটক থাকায় পরিবহন বিভাগের দৈনিক মজুরিভিত্তিক কর্মী মো. সাগরকে চাকরিচ্যুত করা হয়। পাশাপাশি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে ১০ জানুয়ারি সম্পত্তি বিভাগে নিয়োজিত উচ্ছেদ শ্রমিক আব্দুর রাজ্জাককে চাকরিচ্যুত করা হয়। এছাড়াও ১০ জানুয়ারি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ওয়ার্ড-৫ অঞ্চল-৭ এ নিয়োজিত অদক্ষ শ্রমিক (মশক কর্মী) হাসি-বুল হাসানকে চাকরিচ্যুত করা হয়।
আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সুশাসন প্রতিষ্ঠার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই সুশাসন প্রতিষ্ঠায় এসব কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছে।
এএসএস/এসকেডি