২০২৬ সালের মধ্যে পিসিএ চুক্তি চূড়ান্ত করতে চায় বাংলাদেশ-ইইউ

বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) নিয়ে প্রথম দফার আলোচনা শুরু হয়েছে। উভয়পক্ষ গঠনমূলক সংলাপে অংশগ্রহণ অব্যাহত রাখতে সম্মত হওয়ার পাশাপাশি ২০২৬ সালের মধ্যে পিসিএ আলোচনা শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত ইইউ সদর দপ্তরে পিসিএ-এর প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম দফা আলোচনায় প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম। ইইউ পক্ষের নেতৃত্ব দেন ইউরোপীয় বহিরাগত কর্মপরিষদের (ইইউ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি।
প্রথম দফার আলোচনায় উভয়পক্ষ অংশীদারিত্বকে আরও উন্নত করার প্রতিশ্রুতিকে তুলে ধরে, যার লক্ষ্য বাংলাদেশকে ইইউর সঙ্গে পিসিএ সই করা প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে স্থান দেওয়া হয়েছে।
প্রথম দফার আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, সুশাসন, জলবায়ু পরিবর্তন, ডিজিটাল রূপান্তর, সংযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অভিবাসন, দক্ষতা উন্নয়ন, টেকসই উন্নয়ন, মানবাধিকার, মানবিক পদক্ষেপ, সন্ত্রাসবাদ এবং শান্তি ও নিরাপত্তার মতো বিষয়গুলো ছিল।
ইইউতে বাংলাদেশের মিশন প্রধান খন্দকার মাসুদুল আলম প্রথম দফার আলোচনায় অংশ নেন।
এনআই/এমএন