জাল রেকর্ডপত্রে চলে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্প কাজ

জাল ও ভুয়া রেকর্ডপত্র তৈরি করে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে টেন্ডার দেওয়া হচ্ছে। দিনের পর দিন অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় এমন অনিয়ম হচ্ছে বলে প্রাথমিক প্রমাণ মিলেছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট অভিযানে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করেছে, এমন তথ্য মিলেছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম।
আরও পড়ুন
দুদক জানায়, সড়ক ও জনপথ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে টেন্ডারের অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম দৈবচয়নের ভিত্তিতে কয়েকটি প্রকল্পের নথিপত্র যাচাই-বাছাই করে। সংগৃহীত রেকর্ডপত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনায় সড়ক ও জনপথের বিভিন্ন প্রকল্পের টেন্ডারে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের কার্যাদেশ প্রাপ্তির ক্ষেত্রে জাল ও ভুয়া রেকর্ডপত্র দাখিলের অভিযোগের সত্যতা রয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়।
দুদক আরও জানায়, জাল ও ভুয়া রেকর্ডপত্র দাখিলের শাস্তিস্বরূপ সড়ক ও জনপথ অধিদপ্তরকে ৬ মাসের জন্য ডিবার করেছে বলে টিম তথ্য পায়।
এনফোর্সমেন্ট টিম সংগৃহীত রেকর্ডপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি আরও কিছু নথি চেয়েছে, যা বিশ্লেষণ শেষে কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে দুদক।
আরএম/এআইএস