বিনিয়োগ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকায় জার্মানির প্রতিনিধিদল

বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫-এ অংশগ্রহণ করতে পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছে জার্মানির ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল। আগামী ১০ এপ্রিল পর্যন্ত প্রতিনিধিদলটি ঢাকা সফর করবে।
রোববার (৬ এপ্রিল) ঢাকার জার্মানির দূতাবাস এই তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, প্রতিনিধিদলটি ঢাকায় জার্মান দূতাবাস আয়োজিত একটি ব্রিফিংয়ের মাধ্যমে তাদের সফর শুরু করে। তারা ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫-এ অংশগ্রহণ করবে।
প্রতিনিধিদলে জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তর, ফেডারেল অর্থনৈতিক বিষয় ও জলবায়ু কর্ম মন্ত্রণালয়, জার্মানির বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা, জার্মানির রপ্তানি ঋণ সংস্থা (ইউলার হার্মিস), গিজ এবং কোম্পানির প্রতিনিধিরা রয়েছেন।
এই মিশন জার্মান এশিয়া-প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন (ওএভি) দ্বারা সমন্বিত, যা একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক, যা এশিয়াজুড়ে জার্মানির ব্যবসায়িক স্বার্থ প্রচার করে। এই অঞ্চলে প্রবেশ বা সম্প্রসারণ করতে আগ্রহী জার্মান কোম্পানিগুলির জন্য একটি কৌশলগত অংশীদার হিসেবে কাজ করে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর জার্মানি থেকে প্রথমবারের মতো এমন ধরনের মিশনকে স্বাগত জানিয়ে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার বলেন, বাংলাদেশে ব্যবসায় সম্ভাবনা এবং সুযোগগুলো প্রত্যক্ষ করার পাশাপাশি সংস্কারের অগ্রগতি প্রত্যক্ষ করার জন্য ওএভি সঠিক সময়ে একটি প্রতিনিধিদল বাংলাদেশে আনার উদ্যোগকে আমরা প্রশংসা করি।
জার্মান দূতাবাস বলছে, জার্মানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। ২০২৪ সালে দেশটির সঙ্গে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৯.৮১ বিলিয়ন মার্কিন ডলার। এই সফর বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি জার্মানির পারস্পরিক দৃঢ় বিশ্বাস এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের প্রতিশ্রুতিকে তুলে ধরে।
এনআই/জেডএস