ঈদের ছুটিতে ঢাকায় যেসব ছোট-বড় অপরাধ ঘটেছে

দেশজুড়ে ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ঢাকায় একাধিক অপরাধের ঘটনা ঘটেছে। দীর্ঘ ছুটির সুযোগ নিয়ে চুরি, ছিনতাই, ধর্ষণ, খুনসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকলেও অপরাধীদের তৎপরতা থেমে থাকেনি।
বিজ্ঞাপন
গত ৩১ মার্চ দেশজুড়ে একযোগে পালিত হয় ঈদুল ফিতর। ঈদ উৎসবকে ঘিরে টানা ৯দিনের ছুটির ফাঁদে পড়েছে দেশ। ফলে ঈদ শেষ হয়ে তিন দিন অতিক্রম হলেও এখনও ফাঁকা রাজধানী ঢাকা।
তবে চলমান ঈদের ছুটির মাঝেই রাজধানীজুড়ে ঘটেছে ছোট বড় একাধিক ঘটনা। গত রোববার (৩০মার্চ) থেকে গতকাল বুধবার (২ এপ্রিল) পর্যন্ত ঈদের ছুটি চলাকালীন মিরপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার যুবকের মৃত্য, মোহাম্মদপুর ৪০ ফিট এলাকায় ছিনতাইকারীর কবলে ফুডপাণ্ডার ডেলিভারি কর্মী, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত সেন্টমার্টিন সি ভিউ ট্রাভেল এজেন্সির সুপারভাইজার ইমন, পলবীতে ৬১ চোরাই ল্যাপটপসহ গ্রেপ্তার ২, মিরপুরের দারুস সালাম ও মুগদা এলাকায় পৃথক দুই কিশোরীকে ধর্ষণের ঘটনা, বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, মতিঝিলে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত। ডেমরায় নারীকে বালিশ চাপা দিয়ে হত্যা, ধলেশ্বরী নদীতে নৌকায় উচ্চ শব্দে গান বাজিয়ে কিশোর গ্যাংয়ের দেশীয় অস্ত্র প্রদর্শনসহ বিভিন্ন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ঈদের ছুটিতে ঘটে যাওয়া ঘটনা-
বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা:
বিজ্ঞাপন
রাজধানীর বনশ্রী এলাকায় রাফিয়া তামান্না নামে এক নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিক রামপুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (২ এপ্রিল) রাত আটটার দিকে বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এসময় নারী সাংবাদিক রাফিয়া তামান্না ও তার ছোট ভাই রিশাদকে মারধরের অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী রাফিয়া তামান্না রামপুরা থানায় সোয়েব রহমান জিসানের (২৫) নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।
পরে গতকাল এবং আজ ভোরে আসামিদের গ্রেপ্তার করা হয়।
রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে
রাজধানীর মিরপুরের দারুস সালাম ও মুগদা এলাকায় দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। পৃথক ঘটনায় পরিবারের অভিযোগের প্রেক্ষিতে দুই যুবককে গ্রেপ্তার করে থানা পুলিশ। মুগদার ঘটনায় গ্রেপ্তার করা হয় মো. সাগর (২৮) ও দারুস সালাম এলাকায় মেহেদী হাসান।
মুগদা মানিকনগর এলাকায় ধর্ষণের শিকার ১২ বছরের শিশুকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শাফায়েত মুকুল বলেন, গত ২৮ মার্চ ১২ বছরের এক শিশুকে কৌশলের ডেকে নিয়ে তার ভাড়া বাসায় জোরপূর্বক ধর্ষণ করেন সাগর। পরে শিশুটির বাবা অভিযোগ করলে সঙ্গে সঙ্গে সাগরকে গ্রেপ্তার করা হয়।
দারুস সালামে ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী কিশোরী। ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বলেন, আমার মেয়ে দারুস সালামের একটি গার্মেন্টসকর্মী।অভিযুক্ত হাসান তার বোনের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে আমার মেয়েকে নিয়ে যায়। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গাবতলীর একটি হোটেলে নিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করে। বাসায় ফিরে আমার মেয়ে সব জানালে আমি দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসি।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মেহেদী ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন।
মতিঝিলে বাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত
রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় মো. রুহুল আমিন শেখ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির চালক ও চালকের সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে মতিঝিলে বিআরটিসি বাস কাউন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় ছয় নম্বর বাসের ধাক্কায় তিনি আহত হন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরায় নারীকে বালিশ চাপা দিয়ে হত্যা
রাজধানীর ডেমরা এলাকার একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার নাম মাহফুজা আক্তার লিপি (৪৮)। পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন।
এ ঘটনায় পরিবার বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন বলে জানিয়েছে ডেমরা থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম।
তিনি জানান, ট্রিপল নাইনে সংবাদ পেয়ে গত রোববার রাত সাড়ে সাতটার দিকে ডেমরা বাঁশের পুল পাড়া ডগাইর নিজ বাড়ির দ্বিতীয় তলায় রুমের খাটের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সোমবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসআই শাহ আলম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না ময়নাতদন্তর প্রতিবেদন পেলে বলা যাবে।
মিরপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার যুবকের মৃত্যু
মিরপুরের পল্লবী এলাকার ১২ নম্বর মেট্রো স্টেশনের নিচে গত রোববার গভীর রাতে প্রাইভেটকার নিয়ে ছিনতাই করার সময় রিয়াদ হোসেন (২৪) নামে এক যুবককে হাতেনাতে আটক করে জনতা। এসময় প্রাইভেটকারে থাকা অজ্ঞাতনামা আরও ২ ব্যক্তি পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতার মারধরের একপর্যায়ে সেনাবাহিনীর একটি টহল টিম রিয়াদকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় ও পলবী থানা সূত্রে জানা যায়, সেনাবাহিনীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা শেষে পলবী থানায় নিয়ে গেলে গুরুতর আহত দেখে রিয়াদকে গ্রহণ করতে রাজি হয়নি পলবী থানার ডিউটি অফিসার। পরে তাকে আবার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তাকে ভর্তি না করে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। এসময় পুলিশের সঙ্গে রিয়াদের স্ত্রী ও তার আত্মীয়-স্বজন ছিলেন। তাদের সহযোগিতায় রিয়াদকে পল্লবী থানায় নিয়ে আসা হয়। ওই দিন গভীর রাতে ফের অসুস্থ হয়ে পড়লে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে রিয়াদ মারা যান।
পলবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলাটির তদন্তকার্যক্রম শুরু হয়েছে তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
শ্যামপুরের ছিনতাইকারির ছুরিকাঘাতে আহত সিএনজি চালক
মঙ্গলবার সকালে শ্যামপুরের মীর হাজিরবাগ এলাকায় ছিনতাইকারির ছুরিকাঘাতে সিএনজি চালক পান্নু মাতব্বর (৪০) গুরুতর আহত হন। এসময় তার সাথে থাকা নগদ ২৬ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসা নেন তিনি। আহতের ভাতিজি রুমা জানান, মীর হাজিরবাগ এলাকায় হাবু কমিশনারের বাড়ির কাছের ইঞ্জিনিয়ার গলিতে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়।
ছিনতাইকারীর কবলে ফুডপাণ্ডার ডেলিভারি কর্মী
গত মঙ্গলবার মোহাম্মদপুর ৪০ ফিট এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন ফুডপাণ্ডার ডেলিভারি কর্মী মানিক মিয়া। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার দুলাভাই সুমন জানান, রাত ১১টার দিকে বসিলার ৪০ ফিট এলাকায় খাবার ডেলিভারি দিতে গিয়েছিল মানিক। পথিমধ্যে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তার কাছ থেকে ফুডপান্ডার ব্যাগ, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেন্টমার্টিন সি ভিউ ট্রাভেল এজেন্সির সুপারভাইজার
একই দিনে সেন্টমার্টিন সি ভিউ ট্রাভেল এজেন্সির সুপারভাইজার ইমন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ইমনকে হাসপাতালে নিয়ে আসেন তার বন্ধু নাঈম।
তিনি জানান, ডিউটি শেষ করে গ্রামের বাড়ি বরিশাল যাওয়ার জন্য ভোরের দিকে সায়েদাবাদ রেল ক্রসিং পার হচ্ছিল ইমন। এ সময় ৪-৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে। টাকা ও মোবাইল ছিনিয়ে নিতে বাধা দিলে তার কোমরের নিচে ছুরি মেরে পালিয়ে যায়।
এই তিনটি ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাসুদ। তিনি জানান, রাতে মোহাম্মদপুর থেকে এবং সকালে যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকা থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়।
চোরাই ৬১টি ল্যাপটপ ও দুইটি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার দুই
গত রোববার পলবী এলাকার একটি বাসা হতে বিপুল পরিমাণ চোরাই ল্যাপটপ ও চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। তারা হলো- মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও মো. তোফায়েল আহম্মেদ (২৬)। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৬১টি চোরাই ল্যাপটপ ও দুইটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
ধলেশ্বরী নদীতে নৌকায় উচ্চ শব্দে গান বাজিয়ে কিশোর গ্যাং সদস্যদে দেশীয় অস্ত্র প্রদর্শন
ধলেশ্বরী নদীতে নৌকার ওপর উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের সদস্যরা। এসময় সেনাবাহিনীর একটি টহল টিম অভিযান পরিচালনা করে গ্যাংয়ের ১৬ জন সদস্যকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জাননো হয়। গতকাল (২ এপ্রিল) কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল টিম তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজে বলা হয়, গতকাল (২ এপ্রিল) কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল একটি কিশোর গ্যাংয়ের ১৬ জন সদস্যকে গ্রেপ্তার করে। ওই সময়ে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল।
পরে নৌকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে সার্চ করে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের ১৪ সদস্যসহ ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করা হয়। অতঃপর, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো ২ জন গ্যাং লিডারকে আটক করে সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বর্তমানে, সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এমএসি/এমএ