১৭ বছর পরে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন সরকারপ্রধান

১৭ বছর পর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান।
সোমবার (৩১ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
নামাজ শেষে উপস্থিত অনেকের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। নামাজ পড়তে আসা অনেকের সঙ্গে করমর্দন করেন।
আরও পড়ুন
সবাইকে ঈদ মোবারক জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, ঈদ দূরত্ব ঘোচাবার দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই মেসেজ যেন সবার কাছে পৌঁছে দিতে পারি।
তিনি বলেন, আজকে একটা ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই, ঈদের জামাতে এটাই আমাদের কামনা।
সর্বশেষ সরকারপ্রধান হিসেবে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়েছিলেন ফখরুদ্দীন আহমদ। তখনও দেশের ক্ষমতায় একটি তত্ত্বাবধায়ক সরকার, আর ফখরুদ্দীন সেই সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টানা ১৫ বছর দেশ শাসন করেছেন শেখ হাসিনা। জাতীয় ঈদগাহে নারীদের জন্য নামাজের সুযোগ থাকলেও তিনি কখনও উপস্থিত হননি।
এমএম/এআইএস