লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার এক কারবারি

বিপুল পরিমাণ জাল টাকা জব্দসহ জালনোট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতের নাম রুবেল বিশ্বাস। শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারি পরিচালক সনদ বড়ুয়া জানান, র্যাব-৩ এর একটি দল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে গতরাতে জালনোট প্রস্তুতকারী চক্রের সদস্য রুবেল বিশ্বাসকে (৩২) গ্রেপ্তার করে। এ সময় ১ লাখ ৯ হাজার টাকার জালনোট জব্দ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেপ্তার রুবেল জানান, সে একটি সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে তা ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
বিজ্ঞাপন
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রুবেল বিশ্বাস স্বীকার করেন যে তিনি জালনোট প্রস্তুত করে।
জেইউ/এনএফ