তিস্তা প্রকল্পে সাহায্যের কথা এসেছে : প্রেস সচিব

চীনা প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে তিস্তা প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ওয়াটার রিসোর্স ম্যানেজম্যান্ট কো-অপারেশনে যেখানে কথা হয়েছে, সেখানে তিস্তার বিষয়টা উঠে এসেছে। তিস্তা প্রকল্পের সাহায্যের কথা এসেছে।
বিজ্ঞাপন
‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ মিটিং ছিল। এটা আমি বলব সাকসেস। এটা খুবই সাকসেসফুল একটা ট্যুর। প্রফেসর ইউনুস তার বক্তব্যে চায়নার সাথে যে ঐতিহাসিক সম্পর্কের কথা বলেছেন। আমাদের সাথে চীনের যে ৫০ বছরের ডিপ্লোম্যাটিক রিলেশন, এ বিষয়ে বলেছেন। চীনের সাথে আমাদের যে ইস্যুগুলো আছে, সেগুলোর বিষয়ে আমরা সাপোর্ট চাচ্ছি। সে বিষয়গুলো তিনি বলেছেন।
প্রেসিডেন্ট বলেছেন যে, প্রফেসর ইউনূস ও তার সরকারকে ‘ফুল সাপোর্ট’ দিচ্ছে চীন।
বিজ্ঞাপন
প্রেস সচিব বলেন, এই ভিজিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো চাইনিজ ইনভেস্টরদের বাংলাদেশে ইনভেস্ট করা। মিটিংয়ে তিনি এ বিষয়ে কথা বলেছেন। চীনের প্রেসিডেন্ট ব্যবসায়ীদের বাংলাদেশে ইনভেস্ট করার জন্য এনকারেজ করবেন বলেছেন।
তিনি বলেন,বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক এটা আরও নতুন উচ্চতায় যাবে। আমরা আশা করছি, চীনা ইনভেস্টাররা বাংলাদেশে আসবে।
আরও পড়ুন
“২০১৬ সাল থেকে আমরা বলে আসছি যে চীনের জন্য চাইনিজ ইকোনোমিক জোন করা হোক। এটার কাজ কিন্তু এগোয়নি। কী কারণে এগোয়নি আমরা জানি না। আমাদের সরকার আসার পরে খুব দ্রুত চাইনিজ ইকোনমি জোনের কাজ হচ্ছে। বাংলাদেশের আম ও কাঁঠাল খেয়েছেন বলে চায়নার প্রেসিডেন্ট জানিয়েছেন।”
এমএসআই/এনএফ