চট্টগ্রামে আরও ৬০ ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি রোধে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরও ৬০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিএমপি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কাউসার (২৫), ইমন (২২), শাকিব (২২), আরিফ (২২), সুজন প্রকাশ নোমান (২৪), রাবেয়া খাতুন (৪০), মো. সাগির (৩৮), আরিফ (২৩), বাবু (২৫), মাসুম খান (৩৮), ইরফানুল ইসলাম হৃদয় (২৮), উজ্জ্বল দত্ত (৩৫), দিদারুল আলম (৩৭), নাসির উদ্দিন (৪৪), মোহাম্মদ সামী (২৩), রাকিবুল ইসলাম (২৩), সোহেল (২২), রায়হান হোসেন (৩০), আরিফ (২৫), বাবলু (৩৫), সাইফুর রহমান সৈকত (৩৫), মো. রাজু (১৯), মো. জিয়াউর রহমান (২৩), ইয়াকুব (২৪), রিয়াজ (২১), আলী (৩০), তারা (২৪), পারভিন আক্তার (১৮), জালাল হোসেন (৩০), মুন্নি আক্তার মিথিলা (২০), এমদাদুল রহমান রাসেল (২৭), স্বপন দে (৩৮), দেবরাজ রতন (৪০), সুমন মন্ডল (৩২), ফারদিনুল ইসলাম (২৬), মোশাররফ হোসেন টিপু (২৬), ফিরোজ আহম্মদ (৭৫), নজরুল ইসলাম (৩৬), রাব্বি (২৪), আবু জায়েদ মেহরাব (৩১), পরাগ কুইয়া (২০) এবং রবিউল হোসেন (১৮)।
গ্রেপ্তার বাকি ব্যক্তিরা হলেন, গিয়াস উদ্দিন (৪৪), হৃদয় (২২), ইসহাক উদ্দিন রিয়াজ (২৮), মীর আসাদ মাহমুদ (২৪), রোমান উদ্দিন (৩৩), জসিম (২৬), সাগর (২৮), হাতেম (৩২), শাহিনুর ইসলাম সম্রাট (১৯), মহিউদ্দিন ইসলাম (২০) এবং মো. আরিফ হোসেন শান্ত (১৯), রবিউল আলম (২৭), আবুল কালাম (৪৬), আনোয়ার হোসেন (৪০), নুরুল হুদা (৩৮), আশরাফ উদ্দিন রিয়াজ (২৮), মীর সাদ মাহাম্মদ (২৪), শিমলা আক্তার মিম (১৮)।
বিজ্ঞপ্তিতে সিএমপি আরও জানায়, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
এমজে