ঈদের পরপরই শুরু হবে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ

ঈদের পরপরই সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ শুরু হাতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকা পোস্টকে এ তথ্য জানায় সংস্থাটি।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, দেশে বর্তমানে দিনে চৈত্র মাস আর রাতে পৌষ মাসের আবহাওয়া বিরাজ করছে। ইদানীং দেশের অনেক এলাকায় দিনে গরম পড়লেও রাতে বেশ শীত পড়ছে। এই পরিস্থিতি স্বাস্থ্যের জন্য ভয়াবহ।
বিজ্ঞাপন
আজকের আবহাওয়া লাইভ (Ajker Weather Live) আপডেটসহ আগামীকালের আবহাওয়া কেমন থাকবে?
এইরকম আবহাওয়া আর কতদিন থাকতে পারে এমন প্রশ্নে সংস্থাটি জানায়, গতকাল ২৬ মার্চ রাত থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। অন্যদিকে আগামী ২ এপ্রিল থেকে সারাদেশে রাতে শীত পড়া পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া আগামী ৪ এপ্রিল থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হতে পারে। মাঝারি ধরনের এই তাপপ্রবাহ শুরুর কয়েকদিন পরই তীব্র তাপপ্রবাহে পরিণত হতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।
এসআর/এআইএস