কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দর্গা বাড়ি মসজিদের সামনে কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে জিহাদ পাঠান (২৩) নামে এক যুবক নিহত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত সাড়ে ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিহাদ পটুয়াখালীর সদর থানার ইসলামপুর গ্রামের জাহাঙ্গীর পাঠানের ছেলে। তারা নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নিহতের বাবা জাহাঙ্গীর পাঠান বলেন, রাত সাড়ে ৮টার দিকে আমার ছেলের সঙ্গে বাড়ির পাশেই তার এক বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ওই বন্ধু তার সঙ্গে থাকা চাকু দিয়ে আমার ছেলের মাথা ও বুকে আঘাত করে গুরুতর আহত করে। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
বিজ্ঞাপন
‘পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় আমার ছেলেকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই। তার ওই বন্ধুর নাম জানতে পারিনি। আমরা থানায় গিয়ে বিস্তারিত জানতে পারব।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এসএসএইচ