বিআরটিএ মোটরযান পরিদর্শক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ‘মোটরযান পরিদর্শক’ (নন-ক্যাডার, ১০ম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ রোববার (৯ মার্চ) পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করে। এতে মোট ৩১ জন প্রার্থী নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত হয়েছেন।
আরও পড়ুন
উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে- 000720, 000586, 000190, 000097, 000099, 700041, 000155, 001041, 000530, 000347, 700087, 600042, 000513, 800086, 000617, 000321, 000130, 000269, 000235, 000654, 000506, 000243, 700074, 000292, 000664, 400006, 000239, 000284, 000281, 000266, 001066।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধি অনুযায়ী প্রার্থীদের মনোনীত করা হয়েছে। তবে চূড়ান্ত নিয়োগের আগে তাদের সকল সনদ, ডকুমেন্ট ও অন্যান্য কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হবে।
পিএসসি বলছে, প্রার্থীদের দাখিল করা তথ্য ও সনদের সত্যতা যাচাই করা হবে। কোনো অসত্য তথ্য বা সনদ জালিয়াতি ধরা পড়লে মনোনয়ন বাতিল করা হবে এবং প্রয়োজন হলে প্রার্থীকে ফৌজদারি আইনের আওতায় আনা হতে পারে।
নিয়োগের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং নিয়োগকর্তা কর্তৃক অতীত জীবন যাচাইয়ের পর চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। পিএসসি আরও জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনের ক্ষমতা কমিশনের সংরক্ষিত রয়েছে।
এনএম/এআইএস