৯ম পে-স্কেল দেওয়াসহ ৭ দফা দাবি সরকারি কর্মচারীদের
আসন্ন ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাবে সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেলসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ।
শনিবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংগঠন দুটির যৌথ আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।
সংগঠন দুটির দাবিগুলো হচ্ছে- ৯ম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে ও সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের পার্থক্য ১:৫ হতে হবে; সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরের সরকারি কর্মচারীদের পদ ও বেতন বৈষম্য দূর করতে হবে; কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তর করা ও ডাক বিভাগের প্রার্থী প্রথা চালুসহ মাস্টার রোল ও অন্যান্য দফতরে কর্মরত মাস্টার রোল, কন্টিজেন্স ও ওয়ার্ক চার্জ কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে; সরকারি কর্মচারীদের আগের মতো ৩টি টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও বেতন সমতাকরণ পুনর্বহাল করতে হবে। জীবনযাত্রার মান সমুন্নত রাখার স্বার্থে ও টাকার অবমূল্যায়নের কারণে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে পেনশনের হার ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশ ও গ্রাচ্যুইটির হার ১ টাকায় ২৩০ টাকার স্থলে ৪০০ টাকায় উন্নীত করা; ৯ম পে-স্কেল প্রদানের আগ পর্যন্ত দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা অবিলম্বে প্রদান; প্রশাসন ক্যাডারে কর্মরত কর্মচারীদের মতো ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের বিনা সুদে ৩০ থেকে ৫০ লাখ টাকা গৃহনির্মাণ ঋণ দিতে হবে এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর এবং অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর করতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের মহাসচিব আমজাদ আলী খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেছ আলী, বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের সভাপতি নিজামুল ইসলাম ভূঁইয়া মিলন, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মহানগর কমিটির সভাপতি সৈয়দ রেজাউল করিম প্রমুখ।
সংবাদ সম্মেলনে ওয়ারেছ আলী বলেন, আগামী ২ জুন প্রস্তাবিত বাজেটে প্রজাতন্ত্রের কর্মচারীদের পে-স্কেলসহ ৭ (সাত) দফা দাবি উপস্থাপিত না হলে আগামী ৫ জুন সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
এমএইচএন/জেডএস