আতঙ্কে বনশ্রীবাসী, ‘২০ বছরেও এমন ঘটনা দেখিনি’

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ‘শান্ত এলাকা’ নামে পরিচিত বনশ্রীতে হঠাৎ করে এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঝড় বইছে। আতঙ্ক বিরাজ করছে রামপুরা, আফতাবনগরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে। স্থানীয়রা বলছেন, ‘গত ২০ বছরেও বনশ্রী এলাকায় এমন ঘটনা দেখিনি।’
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এরপরই বনশ্রবাসীসহ স্থানীয় বেশ কয়েকটি গ্রুপে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
ইসরাত জাহান পপি নামে বনশ্রী এলাকার এক বাসিন্দা বলেন, ‘আমি বনশ্রী এলাকায় আছি ২০০৫ সাল থেকে। এ পর্যন্ত ডাকাতি তো দূরের কথা, আমার এলাকায় কখনো ছিঁচকে চুরিও হয়নি। তবে, আজকের মতো এত আতঙ্ক আর কখনো লাগেনি। দরকার হয় সবাই মিলে ব্লকভিত্তিক পাহারার ব্যবস্থা করা হোক। প্রয়োজনে আমি নিজেও নামব।’
ফয়সাল হাসান নামের আরেক বাসিন্দা বলেন, ‘গতকাল ভোর ৪-৫ টার দিকে দক্ষিণ বনশ্রী ই-ব্লকে আমাদের বাসায় চুরি হয়েছে। আমাদের বাসা চারতলার উপরে, তারপরও সেখানে বেয়ে উঠে জানালা দিয়ে আমার ব্যাগ ও মানিব্যাগ নিয়ে গেছে। ব্যাগে দরকারি অনেক কাগজ ছিল, পাসপোর্ট ছিল।’
তিনি বলেন, ‘নাইটগার্ড আছে, গলির দুই পাশের গেটও রাতে বন্ধ করে দেওয়া হয়। তারপরও এই চুরি কীভাবে হচ্ছে? নাইটগার্ডরাই বা কী করে? অনেকের বাসায় নাকি মাঝেমধ্যে এমন চুরি হয়। কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন এসবের বিরুদ্ধে?’
আরও পড়ুন
বনশ্রীর সি ব্লকের বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘বনশ্রী এলাকা শান্তশিষ্ট জেনে গত মাসেই বাড্ডা থেকে এই এলাকায় বাসা নিয়েছি। এক মাস যেতে না যেতেই এমন ঘটনা ঘটল। ঢাকার মতো একটা রাজধানী শহরের চিত্র যদি এমন হয়, তাহলে তো সবকিছু নিয়ে গ্রামে চলে যেতে হবে। এমন বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি।’
এদিকে ওই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে তিনটি মোটরসাইকেলে করে মোট সাতজন ছিনতাইকারী ওই ব্যবসায়ীকে ঘিরে ধরে। ব্যবসায়ীকে একটি বাড়ির গেটের সামনের রাস্তায় ফেলে দিয়ে এক ছিনতাইকারী তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অপর এক ছিনতাইকারী তাকে ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছিল।
এ সময় ভুক্তভোগী ব্যবসায়ী ‘মা-গো, মা-গো’ করে চিৎকার করছিলেন। তিনি যখন ব্যাগ ছিনিয়ে নিতে বাধা দিচ্ছিলেন তখন পাশে দাঁড়ানো আরেক ছিনতাইকারী ব্যবসায়ীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ওই সময় ভুক্তভোগী ব্যবসায়ী আরও জোরে ‘মা-গো, মা-গো’ বলে চিৎকার দিতে দিতে কিছুটা দৌড়ে পেছনের দিকে চলে আসেন।
দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনাটি আশপাশের ভবনের বিভিন্ন ফ্লোর থেকে স্থানীয়রা ভিডিও করছিলেন। ছিনতাইকারীরা যখন ভুক্তভোগী ব্যবসায়ীকে ছুরি দিয়ে আঘাত করছিল এবং গুলি ছুড়ছিল তখন ভিডিও করা লোকজন জোরে জোরে চিৎকার করছিলেন। পরে ছিনতাইকারীরা ব্যবসায়ীর ব্যাগ ছিনিয়ে নিয়ে তিনটি মোটরসাইকেলে করে দ্রুত চলে যায়।
১৮ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।
টিআই/এমজে