তথ্যের সত্যতা ও সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখেছে ঢাকা পোস্ট

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ডটকমের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নৌ-পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘গত চার বছর ধরে ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম জগতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তথ্যের সত্যতা ও সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়।’
ঢাকা পোস্টের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যতেও ঢাকা পোস্ট দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখবে।’
ঢাকা পোস্টের সম্পাদক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান নৌ-পরিবহন উপদেষ্টা।
আরও পড়ুন
প্রসঙ্গত, চার বছরের অদম্য যাত্রা পূর্ণ করে পঞ্চম বর্ষে পা দিয়েছে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা সংবাদমাধ্যমটি অল্প সময়ের মধ্যে দেশের পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে অর্জন করেছে বিশ্বাসযোগ্যতা।
ঢাকা পোস্টের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১৬ ফেব্রুয়ারি রাজধানীর বারিধারায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজন করা হয়েছে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। রঙিন ফুল, বেলুন এবং আলোর সমারোহে সজ্জিত কার্যালয়। কর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ।
সত্যনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে ঢাকা পোস্ট সবার মনে নির্ভরযোগ্য সংবাদের সূত্র হিসেবে জায়গা করে নিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক খবর থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, বিনোদন, খেলাধুলা ও প্রযুক্তি— সব ক্ষেত্রেই সংবাদের আপডেট পৌঁছে দিয়েছে দ্রুততম সময়ে। যা এখনও চলমান। এ ছাড়া, পোর্টালের ‘এক্সক্লুসিভ’ বিভাগটি পাঠকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এ বিভাগে প্রকাশিত হয় গভীর গবেষণা ও বিশ্লেষণের ভিত্তিতে প্রণীত বিশেষ প্রতিবেদন। যা সময়ে-সময়ে দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সেই ধারাবাহিকতায় গত চার বছরে ঢাকা পোস্টের অর্জন ৪২টি অ্যাওয়ার্ড। অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনের জন্য এ অর্জন অন্যান্য গণমাধ্যমের তুলনায় সত্যিই ঈর্ষণীয়। এ ছাড়া ফেলোশিপ তো আছেই।
দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও সংবাদমাধ্যমটি নিয়মিত পড়েন। এ ছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যের খোরাক পোর্টালটি।
করোনা মহামারির মধ্যে যাত্রা
করোনা মহামারির মতো এক কঠিন সময়ে যাত্রা শুরু করা সত্ত্বেও ঢাকা পোস্ট অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।
১৬ ফেব্রুয়ারি ২০২১ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫। ক্যালেন্ডারের পাতায় হিসাবটা চার বছরের হলেও ঢাকা পোস্ট পরিবারের কাছে এটি ছিল অদম্য এক যাত্রা। দেশের এক কঠিন সময়ে যাত্রা শুরু করা গণমাধ্যমটি গুটি গুটি পায়ে এক, দুই, তিন, চার পেরিয়ে পা দিল পাঁচে।
আরও ভালো কাজ করার অঙ্গীকার
পাঠকদের ভালোবাসা ও সমর্থনেই এ সাফল্য এসেছে বলে মনে করে ঢাকা পোস্ট পরিবার। আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
আগামী দিনে ঢাকা পোস্ট আরও বেশি মানসম্পন্ন সংবাদ প্রকাশের লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি, পাঠকদের জন্য নতুন নতুন সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ঢাকা পোস্ট আমাদের সবার ভালোবাসার প্রতিষ্ঠান। আমাদের তরুণ ও উদ্যমী সাংবাদিকরা সবসময় সত্য ও সঠিক সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে কাজ করে চলেছে। অনলাইন জগতে সংবাদ প্রকাশের গতি অনেক বেশি। এই গতিতে সঠিক তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। ঢাকা পোস্ট সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করছে।
তিনি আরও বলেন, ‘আমরা খুশি যে, আমরা চার বছর পূর্ণ করেছি। আমরা আমাদের পাঠকদের কাছে কৃতজ্ঞ, যারা আমাদের এই সাফল্য অর্জনে সাহায্য করেছেন। আগামী দিনে আমরা আরও ভালো কাজ করার চেষ্টা করব।’
এমএম/এমএ