ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সৌদি রাষ্ট্রদূত
![ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সৌদি রাষ্ট্রদূত](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025January/saudi-arabia-20250128123120.jpg)
বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পেয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে অবদান রাখায় রাষ্ট্রদূতকে এ পুরস্কার দেওয়া হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সৌদির রাষ্ট্রদূতের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সময় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সৌদি আরব আরব আমাদের বিশ্বস্ত বন্ধু। সেখানের ৩০ লাখ প্রবাসী বাংলাদেশে রেমিট্যান্স আনতে বিশেষ ভূমিকা রাখছেন। দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধন রয়েছে। বাংলাদেশে সৌদি আরবের মধ্যে বিনিয়োগ-অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো এই বন্ধনকে আরও দৃঢ় করেছে।
বিজ্ঞাপন
তৌহিদ হোসেন বলেন, আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একযোগে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছি। উভয় দেশই বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সম্প্রীতির পক্ষে সমর্থন জানানোর ক্ষেত্রে ধারাবাহিকভাবে ঐক্যবদ্ধ থেকেছে। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও বাড়বে বলেও প্রত্যাশা করছি।
রাষ্ট্রদূত ঈসা বলেন, ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ প্রদান করায় বাংলাদেশ সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগ এখানকার রাষ্ট্রদূতদের কাজে আরও উৎসাহিত করবে। তবে এটা শুধু আমার অর্জন নয়, আমার মিশনের সব কর্মকর্তাদের পরিশ্রমের ফসল।
বিজ্ঞাপন
তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশিদের স্বাগত জানায়। গত তিন বছরে ২২ লাখ বাংলাদেশির কর্মী ভিসা ইস্যু করেছে সৌদি দূতাবাস। প্রতিদিন দূতাবাস ৭ হাজার ভিসা ইস্যু করছে। এছাড়া বাংলাদেশ সৌদি বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় ক্ষেত্র। আমরা হজ ওমরাহ খাত ছাড়িয়ে বহুমুখী সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাই।
আরও পড়ুন
পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই ভ্রাতৃপ্রতীম দেশের সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে বলেও প্রত্যাশা করছি।
মুজিববর্ষ উপলক্ষ্যে একজন দেশি ও একজন বিদেশি কূটনীতিককে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স দেওয়া সিদ্ধান্ত নেয় বিগত সরকার। ২০২০ সালের বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সাবেক সচিব মোহাম্মাদ খোরশেদ আলম ও বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরি।
সমুদ্রসীমা নির্ধারণ ও সমুদ্র অর্থনীতি নিয়ে কাজের স্বীকৃতির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সাবেক সচিব মোহাম্মাদ খুরশেদ আলমকে এ পুরস্কার দেওয়া হয়।
একইভাবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে অবদান রাখার জন্য বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরিকে এ পুরস্কার দেওয়া হয়।
২০২১ সালের বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পান বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি ও পোল্যান্ডে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন। বাংলাদেশ ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে পুরস্কৃত করা হয়েছে। আর পোল্যান্ডে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনকে ইউক্রেন থেকে বাংলাদেশিদের উদ্ধারে এই পুরস্কার দেওয়া হয়।
এনআই/এসএম